মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৫২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি তাঁহাকে বলিল, আমার একটি পুত্র-সন্তান মারা গিয়াছে যাহার জন্য আমি অত্যন্ত শোকার্ত হইয়া পড়িয়াছি। আপনি কি আপনার দোস্ত মুহাম্মাদ (ﷺ)-এর নিকট এমন কিছু শুনিয়াছেন, যাহা আমাদের মৃত ব্যক্তিদের সম্পর্কে আমাদিগকে সান্ত্বনা দিতে পারে? তিনি উত্তর করিলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ মুসলমানদের ছোট সন্তানরা বেহেশতের কার্যকারক হইবে। তাহাদের কেহ আপন পিতাকে পাইবে, আর তাহার কাপড় পাশ ধরিয়া টানিতে থাকিবে এবং তাহা হইতে পৃথক হইবে না, যাবৎ না তাহাকে বেহেশতে নিয়া পৌঁছায়। মুসলিম ও আমদ; কিন্তু পাঠ আমদেরই।
كتاب الجنائز
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا قَالَ لَهُ: مَاتَ ابْنٌ لِي فَوَجَدْتُ عَلَيْهِ هَلْ سَمِعْتَ مِنْ خَلِيلِكَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ شَيْئًا يَطَيِّبُ بِأَنْفُسِنَا عَنْ مَوْتَانَا؟ قَالَ: نَعَمْ سَمِعْتُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يلقى أحدهم أَبَاهُ فَيَأْخُذ بِنَاحِيَةِ ثَوْبِهِ فَلَا يُفَارِقُهُ حَتَّى يُدْخِلَهُ الْجَنَّةَ» . رَوَاهُ مُسلم وَأحمد وَاللَّفْظ لَهُ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর পক্ষ হইতে তাহাদিগকে কর্মকারক নিযুক্ত করা হইবে, তাহা নহে; বরং তাহারা আবদার করিয়াই এইরূপ করিবে যাহা ছেলেদের স্বভাব। অপর হাদীসে আছে, পিতা মাতা উভয়ের জন্য এইরূপ করিবে।