মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৩২
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৩২। হযরত আবু সায়ীদ খুদুরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অভিশাপ দিয়াছেন বিলাপকারিণীকে ও (উহার) শ্রবণকারিণীকে। – আবু দাউদ
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّائِحَةَ وَالْمُسْتَمِعَةَ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
সাধারণতঃ নারীরাই বিলাপ করিয়া থাকে ও বিলাপ শুনিয়া থাকে, তাই তাহাদের কথা বলা হইয়াছে, অন্যথায় পুরুষ বিলাপ করিলে বা শুনিলে তাহার জন্যও অভিশাপই রহিয়াছে।
