মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭০৮
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৮। ইমাম জা'ফর ইবনে মুহাম্মাদ তাঁহার পিতা ইমাম মুহাম্মাদ বাকের (রঃ) হইতে মুরসালরূপে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) এক মুর্দারের (কবরের) উপরে আপন দুই হাত একত্র করিয়া তিন কোষ মাটি দিয়াছেন এবং তিনি তাহার পুত্র ইবরাহীমের কবরের উপরে পানি ছিটাইয়াছেন এবং উহার উপর কাঁকর স্থাপন করিয়াছেন। —বগী শরহে সুন্নাহ্য়। ইমাম শাফেয়ী শুধু শেষ বাক্য বর্ণনা করিয়াছেন।
وَعَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ مُرْسَلًا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حثا عَلَى الْمَيِّتِ ثَلَاثَ حَثَيَاتٍ بِيَدَيْهِ جَمِيعًا وَأَنَّهُ رَشَّ عَلَى قَبْرِ ابْنِهِ إِبْرَاهِيمَ وَوَضَعَ عَلَيْهِ حَصْبَاءَ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَرَوَى الشَّافِعِيُّ من قَوْله: «رش»

হাদীসের ব্যাখ্যা:

কবরের উপরে পানি ছিটান এবং মাটি ছড়াইয়া যাইবার আশঙ্কা থাকিলে কাদা করিয়া লেপিয়া দেওয়া জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭০৮ | মুসলিম বাংলা