মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৯২
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৯২। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইমামকে উপরে এবং মোক্তাদীগণকে নীচে দাঁড়াইতে নিষেধ করিয়াছেন। —দারা কুতনী তাঁহার মোজতাবায় জানাযা অধ্যায়ে
وَعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقُومَ الْإِمَامُ فَوْقَ شَيْءٍ وَالنَّاسُ خَلْفَهُ يَعْنِي أَسْفَلَ مِنْهُ. رَوَاهُ الدراقطني وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটি জানাযার নামায অধ্যায়ে স্থাপিত হইলেও ইহা সকল নামাযের পক্ষে সমানভাবে প্রযোজ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৯২ | মুসলিম বাংলা