মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৭৯
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৯। তাবেয়ী নাফে' আবু গালেব বলেন, আমি সাহাবী হযরত আনাস ইবনে মালেকের পিছনে একটি পুরুষের জানাযার নামায পড়িলাম, (দেখিলাম,) তিনি তাহার মাথা বরাবর দাঁড়াইলেন। অতঃপর লোক কুরাইশ বংশের একটি নারীর লাশ আনিল এবং বলিল, হে আবু হামযা (আনাস), ইহার জানাযা পড়ুন! (দেখিলাম,) তিনি ইহার খাটিয়ার মধ্য বরাবর দাড়াইলেন। তখন তাঁহাকে আলা ইবনে যিয়াদ জিজ্ঞাসা করিলেন, আপনি নারীর খাটিয়ার যে বরাবর এবং পুরুষের (খাটিয়ার ) যথায় দাঁড়াইলেন তথায় দাড়াইতে কি আপনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখিয়াছেন? তিনি উত্তর করিলেন, হ্যাঁ।— তিরমিযী ও ইবনে মাজাহ্
আবু দাউদ ইহার অনুরূপ বর্ণনা করিয়াছেন; কিন্তু কিছু বেশী বর্ণনা করিয়াছেন। উহাতে রহিয়াছে, তিনি নারীর কোমর বরাবর দাঁড়াইলেন।
[ব্যাখ্যা উপরের এক হাদীসে গিয়াছে।]
আবু দাউদ ইহার অনুরূপ বর্ণনা করিয়াছেন; কিন্তু কিছু বেশী বর্ণনা করিয়াছেন। উহাতে রহিয়াছে, তিনি নারীর কোমর বরাবর দাঁড়াইলেন।
[ব্যাখ্যা উপরের এক হাদীসে গিয়াছে।]
وَعَنْ نَافِعٍ أَبِي غَالِبٍ قَالَ: صَلَّيْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ عَلَى جَنَازَةِ رَجُلٍ فَقَامَ حِيَال رَأسه ثمَّ جاؤوا بِجَنَازَةِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ فَقَالُوا: يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ فَقَالَ لَهُ الْعَلَاءُ بْنُ زِيَادٍ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ على الْجِنَازَة مَقَامَكَ مِنْهَا؟ وَمِنَ الرَّجُلِ مَقَامَكَ مِنْهُ؟ قَالَ: نَعَمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ نَحْوُهُ مَعَ زِيَادَةٍ وَفِيهِ: فَقَامَ عِنْد عجيزة الْمَرْأَة
