আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬৬১
আন্তর্জাতিক নং: ৩৯৪৬
২১৬২. সালমান ফারসী (রাযিঃ)- এর ইসলাম গ্রহণ
৩৬৬১। হাসান ইবনে উমর ইবনে শাকীক (রাহঃ) .... সালমান ফারসী (রাযিঃ) থেকে বর্ণিত, আমি (অন্যায়ভাবে) দশজনের অধিক মালিকের হাত বদল হয়েছি।
باب إِسْلاَمُ سَلْمَانَ الْفَارِسِيِّ رضى الله عنه
3946 - حَدَّثَنِي الحَسَنُ بْنُ عُمَرَ بْنِ شَقِيقٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ: أَبِي وَحَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ، «أَنَّهُ تَدَاوَلَهُ بِضْعَةَ عَشَرَ، مِنْ رَبٍّ إِلَى رَبٍّ»


বর্ণনাকারী: