মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৫৪
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৫৪। তাবেয়ী তালহা ইবনে আব্দুল্লাহ্ ইবনে আওফ বলেন, আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের পিছনে একটি জানাযার নামায পড়িয়াছি। তিনি উহাতে সূরা ফাতেহা (আল্হামদু) পড়িলেন এবং বলিলেন, আমি ইহা এজন্য পড়িলাম, যাহাতে তোমরা জান যে, ইহা সুন্নত। -বুখারী
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ فَاتِحَةَ الْكِتَابِ فَقَالَ: لِتَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম শাফেয়ীর মত ইহাই; কিন্তু ইমাম আবু হানীফা, ইমাম মালেক ও ইমাম সুফিয়ান সওরীর মতে হুযূর জানাযার নামাযে সূরা ফাতেহা পড়িয়াছেন বলিয়া কোন প্রমাণ নাই। কোন কোন সাহাবী যে উহা পড়িয়াছেন, তাহা দো'আ বা সানাস্বরূপই পড়িয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৫৪ | মুসলিম বাংলা