মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৪৩
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৪৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ওহুদ যুদ্ধের শহীদগণের শরীর হইতে সামরিক লৌহ বস্ত্র ও চর্ম বস্ত্র খুলিয়া ফেলিতে এবং তাঁহাদিগকে তাঁহাদের রক্তের সাথে ও তাহাদের পরিধেয় বস্ত্রে দাফন করিতে বলিয়াছিলেন। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلَى أُحُدٍ أَنْ ينْزع عَنْهُم الْحَدِيدُ وَالْجُلُودُ وَأَنْ يُدْفَنُوا بِدِمَائِهِمْ وَثِيَابِهِمْ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৪৩ | মুসলিম বাংলা