মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬১৭
৩. প্রথম অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬১৭। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ হাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমরা কোন রোগীর নিকট অথবা মৃত ব্যক্তির নিকট উপস্থিত হইবে, উত্তম কথা বলিবে। কেননা, তোমরা যাহা বল, উহার উপর ফিরিশতাগণ আমীন বলেন। -মুসলিম
بَابُ مَا يُقَالُ عِنْدَ مَنْ حَضَرَهُ الْمَوْتُ
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَو الْمَيِّت فَقولُوا خيرا فَإِن الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

উত্তম কথা বলিবে —অর্থাৎ, রোগীর নিরাময় ও তোমাদের নিজের মঙ্গলের জন্য দো'আ করিবে। মৃত ব্যক্তি হইলে তাহার ও তোমাদের গোনাহ্ মাফের জন্য প্রার্থনা করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬১৭ | মুসলিম বাংলা