মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৮৯
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৮৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, বিমারী দেখার ব্যাপারে সুন্নত হইতেছে —বিমারীর নিকট স্বল্পক্ষণ বসা এবং তথায় শোরগোল না করা। অতঃপর তিনি (ইহার সমর্থনে) বলেন, মৃত্যু-শয্যায় যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট লোকের কথাবার্তা ও মতভেদ বেশী হইয়া গিয়াছিল, তখন তিনি বলিয়াছিলেন, আমার নিকট হইতে উঠিয়া যাও। —রযীন
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مِنَ السُّنَّةِ تَخْفِيفُ الْجُلُوسِ وَقِلَّةُ الصَّخَبِ فِي الْعِيَادَةِ عِنْدَ الْمَرِيضِ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا كَثُرَ لَغَطُهُمْ وَاخْتِلَافُهُمْ: «قُومُوا عَنِّي» رَوَاهُ رزين
হাদীসের ব্যাখ্যা:
আবদুল্লাহ্ ইবনে আব্বাস মনে করিতেন যে, ওফাতকালে হুযূর (ﷺ) হযরত আলীকে খলীফা নিযুক্ত করিয়া যাইবার জন্য কাগজ কলম চাহিয়াছিলেন ; কিন্তু লোকেরা যখন এ ব্যাপারে মতভেদ করিতে লাগিল, কেহ বলিল, আনা উচিত আর কেহ বলিল, তাঁহার এই কষ্টের সময় তাঁহাকে অধিক কষ্ট দেওয়া উচিত নহে। কুরআনই আমাদের জন্য যথেষ্ট। তখন হুযূর তাহাদিগকে তাঁহার নিকট হইতে উঠিয়া যাইতে বলিয়াছিলেন, ইহা ঠিক কিনা তাহার বিস্তারিত বিবরণ 'ওফাত' অধ্যায়ে আসিবে।
