মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৭৮
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৭৮। তাবেয়ী ইয়াহ্ইয়া ইবনে সায়ীদ বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় এক ব্যক্তির মৃত্যু হইল, অপর এক ব্যক্তি বলিল, সে বড় খোশনসীব, মরিয়া গেল, অথচ কোন রোগে ভুগিল না। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আহ! তোমাকে কে বলিল, সে বড় খোশনসীব ? যদি আল্লাহ্ তা'আলা তাহাকে কোন রোগে ফেলিতেন, আর তাহার গোনাহ্ মাফ করিয়া দিতেন (কত না ভাল হইত) ! —মালেক মুরসালরূপে
كتاب الجنائز
وَعَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ: إِنَّ رَجُلًا جَاءَهُ الْمَوْتُ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رجل: هيئا لَهُ مَاتَ وَلَمْ يُبْتَلَ بِمَرَضٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْحَكَ وَمَا يُدْرِيكَ لَوْ أَنَّ اللَّهَ ابْتَلَاهُ بِمَرَضٍ فَكَفَّرَ عَنهُ من سيئاته» . رَوَاهُ مَالك مُرْسلا