মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৫৪
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৫৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) তাহাদিগকে জ্বর এবং যাবতীয় বেদনার জন্য এইরূপ বলিতে শিক্ষা দিয়াছেন—“মহান আল্লাহর নামে — মহান আল্লাহর নিকট আশ্রয় চাহিতেছি সমস্ত রক্তপূর্ণ শিরার অপকার হইতে এবং দোযখের উত্তাপের অপকার হইতে।" — তিরমিযী
তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব। ইবরাহীম ইবনে ইসমাঈল ব্যতীত ইহা কেহ বর্ণনা করেন নাই, অথচ ইবরাহীম হইলেন 'যঈফ' রাবী।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يعلمهُمْ من الْحمى وم الأوجاع كلهَا أَن يَقُولُوا: «بِسم الله الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عرق نعار وَمن شَرّ حر النَّارِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا يُعْرَفُ إِلَّا مِنْ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ وَهُوَ يضعف فِي الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৫৪ | মুসলিম বাংলা