মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৫১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৫১। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) একবার আমাকে দেখিতে আসিলেন আমার চোখের বেদনায় । –তিরমিযি ও আবু দাউদ
وَعَن زَيْدَ بْنَ أَرْقَمَ قَالَ: عَادَنِي النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسلم من وجع كَانَ يُصِيبنِي. رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
ফোঁড়া, চোখের বেদনা ও দাঁতের বেদনায় দেখিতে যাওয়ার প্রয়োজন নাই— তাবরানীতে যে হাদীসটি রহিয়াছে তাহা সহীহ্ নহে।
