মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৩৫
১. প্রথম অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৩৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হোসাইন (রাঃ)-কে এইরূপে আল্লাহর শরণে লইতেন। "আমি তোমাদিগকে আল্লাহর পূর্ণ বাক্যসমূহের শরণে লইতেছি- প্রত্যেক শয়তান হইতে, প্রত্যেক বিষাক্ত কীট হইতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হইতে এবং হুযুর বলিতেন, তোমাদের পিতা (ইবরাহীম) ইহার দ্বারা (তাহার সস্তান) ইসমাঈল ও ইসহাককে শরণে লইতেন। (ক্ষতিকর চক্ষু অর্থে বদনজরকে বুঝান হইয়াছে।) — বুখারী
بَابُ عِيَادَةِ الْمَرِيْضِ وَثَوَابِ الْمَرَضِ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يعوذ الْحسن وَالْحسن: «أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ» وَيَقُولُ: «إِنَّ أَبَاكُمَا كَانَ يعوذ بهما إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ» . رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي أَكْثَرِ نُسَخِ المصابيح: «بهما» على لفظ التَّثْنِيَة
