মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০৫
৫২. দ্বিতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার ইস্তেস্কায় বাহির হইলেন সাধারণ বেশে কাজকর্মের কাপড় পরিয়া; নম্রতা ও বিনয় সহ কারে, আল্লাহর কাছে ফরিয়াদ করিতে করিতে। – তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي فِي الِاسْتِسْقَاءِ مُتَبَذِّلًا مُتَوَاضِعًا مُتَخَشِّعًا مُتَضَرِّعًا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
সভা-সমিতিতে যাইবার উত্তম বেশ ত্যাগ করিয়া নিত্যব্যবহার্য কাপড়েই ইস্তেস্কায় বাহির হওয়া উচিত।
