মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৮৮
- নামাযের অধ্যায়
৫০. প্রথম অনুচ্ছেদ - সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত
১৪৮৮। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় মদীনায় আমি আমার তীরসমূহ চালনা করিতেছিলাম। হঠাৎ সূর্যগ্রহণ হইল। আমি তীরসমূহ কুঁড়িয়া ফেলিলাম এবং মনে মনে বলিলাম, খোদার কসম, আমি লক্ষ্য করিব এই সূর্যগ্রহণে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা সৃষ্টি হইয়াছে। অতঃপর আমি তাহার নিকট আসিলাম, তখন তিনি নামাযে দাঁড়ান আছেন এবং আপন দুই হাত উঠাইয়া আল্লাহর তসবীহ, তাহলীল, তকবীর ও হামদ করিতেছেন এবং তাহার নিকট দো'আয় রত আছেন, যাবৎ না সূর্যগ্রহণ ছাড়িয়া গেল। যখন উহার গ্রহণ ছাড়িয়া গেল, তিনি দুইটি সূরা পড়িলেন এবং আরও দুই রাকআত নামায পূর্ণ করিলেন। —মুসলিম
كتاب الصلاة
بَابُ صَلَاةِ الْخُسُوْفِ
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ: كُنْتُ أرتمي بأسهم لي بالمدين فِي حَيَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ كُسِفَتِ الشَّمْسُ فَنَبَذْتُهَا. فَقُلْتُ: وَاللَّهِ لَأَنْظُرَنَّ إِلَى مَا حَدَثَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كُسُوفِ الشَّمْسِ. قَالَ: فَأَتَيْتُهُ وَهُوَ قَائِمٌ فِي الصَّلَاةِ رَافِعٌ يَدَيْهِ فَجعل يسبح ويهلل وَيكبر ويحمد وَيَدْعُو حَتَّى حَسَرَ عَنْهَا فَلَمَّا حَسَرَ عَنْهَا قَرَأَ سُورَتَيْنِ وَصَلَّى رَكْعَتَيْنِ. رَوَاهُ مُسْلِمٌ فِي صَحِيحِهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ وَكَذَا فِي شَرْحِ السُّنَّةِ عَنْهُ وَفِي نُسَخِ الْمَصَابِيحِ عَنْ جَابِرِ بن سَمُرَة

হাদীসের ব্যাখ্যা:

বাগাবী হাদীসটি মুসলিম হইতে গ্রহণ করিয়াছেন, তবে তাঁহার (বাগাবীর) শরহে সুন্নাহ্য় আবদুর রহমান ইবনে সামুরা প্রমুখাৎ এবং মাসাবীহতে জাবের ইবনে সামুরা প্রমুখাৎ বর্ণনা করিয়াছেন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)