মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৮৬
৫০. প্রথম অনুচ্ছেদ - সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সালাত
১৪৮৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দুই রাকআত নামায পড়িলেন যখন সূর্যগ্রহণ হইল আট রুকু ও চারি সজদা দ্বারা (অর্থাৎ, প্রত্যেক রাকআতে চারি রুকু ও দুই সজদা দ্বারা)।
بَابُ صَلَاةِ الْخُسُوْفِ
وَعَن ابْن عَبَّاس قَالَ: صلى الله عَلَيْهِ وَسلم حِين كسفت الشَّمْس ثَمَان رَكْعَات فِي أَربع سَجدَات
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)