মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৬৯
৪৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৬৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত এক সফরে ছিলাম। তখন কোরবানী উপস্থিত হইল আর আমরা এক গরুতে সাত জন এবং এক উটে দশ জন করিয়া শরীক হইলাম। —তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্ । তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَحَضَرَ الْأَضْحَى فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةٌ وَفِي الْبَعِيرِ عَشَرَةٌ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غريبٌ
হাদীসের ব্যাখ্যা:
কেহ কেহ এই হাদীস অনুসারে উটে দশ জনের শরীক হওয়াকে জায়েয মনে করেন; কিন্তু অধিকাংশের মতে হাদীসটি 'মানসুখ'। অর্থাৎ, সাতের হাদীসের দ্বারা ইহা রহিত হইয়া গিয়াছে।
