মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৬৬
৪৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুরবানী
১৪৬৬। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) শিংওয়ালা খুব বলবান দুম্বা দ্বারা কোরবানী করিতেন যাহার চোখ কালো, মুখ কালো এবং পা কালো (আরবে এইরূপ দুম্বাকে খুব সুন্দর বলিয়া মনে করা হয়)। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُضَحِّي بِكَبْشٍ أَقْرَنَ فَحِيلٍ يَنْظُرُ فِي سَوَادٍ وَيَأْكُلُ فِي سَوَادٍ وَيَمْشِي فِي سَوَادٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৬৬ | মুসলিম বাংলা