মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫৮
৪৮. প্রথম অনুচ্ছেদ - কুরবানী
১৪৫৮। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: গরু সাত জনের পক্ষ হইতে এবং উট সাত জনের পক্ষ হইতে (কোরবানী করা যাইতে পারে)। মুসলিম ও আবু দাউদ। পাঠ আবু দাউদের।
بَابٌ فِي الْأُضْحِيَّةِ
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ» . رَوَاهُ مُسْلِمٌ وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৫৮ | মুসলিম বাংলা