মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৪৬
৪৭. দ্বিতীয় অনুচ্ছেদ - দু’ ঈদের সালাত
১৪৪৬। হযরত জাবের (রাঃ) বলেন, আমি ঈদের দিনে নবী করীম (ﷺ)-এর সহিত নামাযে উপস্থিত ছিলাম। দেখিলাম, তিনি খোতবার পূর্বে নামায আরম্ভ করিলেন আযান ও একামত ছাড়া এবং যখন নামায শেষ করিলেন বেলালের গায়ে ভর দিয়া দাঁড়াইলেন। অতঃপর আল্লাহর মহিমা ও তাঁহার প্রশস্তি বর্ণনা করিলেন। তৎপর লোকদিগকে উপদেশ দিলেন। তাহাদিগকে (পরকালের কথা) স্মরণ করাইলেন এবং আল্লাহর আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করিলেন। অতঃপর মহিলাদের দিকে অগ্রসর হইলেন আর তখন তাঁহার সাথে ছিলেন বেলাল, তাহাদিগকে তিনি খোদাভীতির উপদেশ দিলেন। কিছু নসীহত করিলেন এবং (আখেরাতের কথা স্মরণ করাইলেন। —নাসায়ী
وَعَن جَابر قَالَ: شَهِدْتُ الصَّلَاةِ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ عِيدٍ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَامَ مُتَّكِئًا عَلَى بِلَالٍ فَحَمَدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ وَحَثَّهُمْ على طَاعَته ثمَّ قَالَ: وَمَضَى إِلَى النِّسَاءِ وَمَعَهُ بِلَالٌ فَأَمَرَهُنَّ بِتَقْوَى الله ووعظهن وذكرهن. رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

খোতবা দানকালে ছড়ির ন্যায় কিছুর উপর ভর দেওয়া মোস্তাহাব।

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ঈদের নামাযে আযান-ইকামাত নেই। এটাই হানাফী মাযহাবের মত। (বাদায়েউস সানায়ে’: ১/১৫২)
tahqiqতাহকীক:তাহকীক চলমান