মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪০০
৪৪. তৃতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৪০০। হযরত বারা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ মুসলমানদের কর্তব্য, তাহারা যেন জুমুআর দিনে গোসল করে এবং তাহাদের প্রত্যেকে যেন আপন পরিবারে কোন সুগন্ধি থাকিলে তাহা গ্রহণ করে। অবশ্য উহা না পাইলে তাহার পক্ষে গোসলের পানিই সুগন্ধি। – আহমদ ও তিরমিযী। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।
وَعَنِ الْبَرَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَقًّا عَلَى الْمُسْلِمِينَ أَنْ يَغْتَسِلُوا يَوْمَ الْجُمُعَةِ وَلْيَمَسَّ أَحَدُهُمْ مِنْ طِيبِ أَهْلِهِ فَإِنْ لَمْ يَجِدْ فَالْمَاءُ لَهُ طِيبٌ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪০০ | মুসলিম বাংলা