মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৯৮
- নামাযের অধ্যায়
৪৪. তৃতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৯৮। তাবেয়ী ওবায়দ ইবনে সাব্বাক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক জুমুআর দিনে বলিয়াছেনঃ হে মুসলমানগণ! ইহা এমন একটি দিন যাহাকে আল্লাহ্ তা'আলা ঈদস্বরূপ করিয়াছেন। সুতরাং তোমরা ইহাতে গোসল করিবে এবং যাহার নিকট কোন সুগন্ধি আছে সে উহা গ্রহণ করিলে তাহার কোন ক্ষতি হইবে না (অর্থাৎ, করা উচিত); আর তোমরা নিশ্চয় মেসওয়াক করিবে। — মালেক মোরসালরূপে, ইবনে মাজাহ্ ওবায়দা হইতে ।
كتاب الصلاة
وَعَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ مُرْسَلًا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فِي جُمُعَةٍ مِنَ الْجُمَعِ: «يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ إِنَّ هَذَا يَوْمٌ جَعَلَهُ اللَّهُ عِيدًا فَاغْتَسِلُوا وَمَنْ كَانَ عِنْدَهُ طِيبٌ فَلَا يَضُرُّهُ أَنْ يَمَسَّ مِنْهُ وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ» . رَوَاهُ مَالِكٌ وَرَوَاهُ ابْنُ مَاجَه عَنهُ