মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৮৮
- নামাযের অধ্যায়
৪৪. দ্বিতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৮৮। হযরত আওস ইবনে আওস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি জুমুআর দিনে (জামা-কাপড়) ধুইবে ও গোসল করিবে, অতঃপর সকাল সকাল প্রস্তুত হইবে ও সকালে মসজিদে যাইবে এবং সওয়ার না হইয়া পায়ে হ্যাঁটিয়া যাইবে আর মসজিদে যাইয়া ইমামের নিকটে বসিবে, অতঃপর (চুপ করিয়া) তাঁহার খোতবা শুনিবে এবং অনর্থ কিছু করিবে না, তাহার প্রত্যেক কদমে তাহার এক বৎসরের আমলের সওয়াব হইবে। অর্থাৎ, এক বৎসরের দিনে রোযা ও রাত্রিতে নামাযের সওয়াব হইবে। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الصلاة
وَعَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ غَسَّلَ يَوْمَ الْجُمُعَةِ وَاغْتَسَلَ وَبَكَّرَ وَابْتَكَرَ وَمَشَى وَلَمْ يَرْكَبْ وَدَنَا مِنَ الْإِمَامِ وَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ: أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ