মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৮২
৪৪. প্রথম অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন
১৩৮২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। যে ব্যক্তি গোসল করিবে, অতঃপর জুমুআয় যাইবে, তৎপর তাহার পক্ষে যাহা সম্ভব নফল নামায পড়িবে, তাৎপর যখন ইমাম খোতবা আরম্ভ করিবেন চুপ করিয়া থাকিবে যাবৎ না ইমাম উহা শেষ করেন, তৎপর ইমামের সহিত জুমুআর নামায পড়িবে, তাহার এ জুমুআ ও পূর্ববর্তী জুমুআর মধ্যকার গোনাহসমূহ মাফ করা হইবে। অধিকন্তু আরও তিন দিনের। —মুসলিম
بَابُ التَّنْظِيْفِ وَالتَّبْكِيْرِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ. عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اغْتَسَلَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَصَلَّى مَا قُدِّرَ لَهُ ثُمَّ أَنْصَتَ حَتَّى يَفْرُغَ مِنْ خُطْبَتِهِ ثُمَّ يُصَلِّيَ مَعَهُ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى وَفَضْلُ ثَلَاثَةِ أَيَّام» . رَوَاهُ مُسلم
