মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৩২
৪০. সালাতুত্ তাসবীহ
১৩৩২। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বান্দা যে দুই রাকআত নামায পড়ে, তদপেক্ষা উত্তম কোন আমল নাই যাহার প্রতি আল্লাহ্ তা'আলা কর্ণপাত করিতে পারেন। বান্দা যতক্ষণ নামাযে থাকে ততক্ষণ নেকী (আল্লাহর রহমত) তাহার মাথার উপর ঝরিতে থাকে। (নামাযে) বান্দার মুখ হইতে যাহা বাহির হয় অর্থাৎ, কোরআন, তাহার অনুরূপ কোন জিনিস দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করিতে পারে না। —আহমদ ও তিরমিযী
بَابُ صَلَاةِ التَّسْبِيْحِ
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَذِنَ اللَّهُ لَعَبْدٍ فِي شَيْءٍ أَفْضَلَ مِنَ الرَّكْعَتَيْنِ يُصَلِّيهِمَا وَإِنَّ الْبِرَّ لَيُذَرُّ عَلَى رَأْسِ الْعَبْدِ مَا دَامَ فِي صَلَاتِهِ وَمَا تَقَرَّبَ الْعِبَادُ إِلَى اللَّهِ بِمِثْلِ مَا خَرَجَ مِنْهُ» يَعْنِي الْقُرْآنَ. رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

নামাযে বেশীর ভাগে কোরআনই পড়া হইয়া থাকে, আর কোরআনের ন্যায় এমন কোন জিনিস নাই যাহার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যাইতে পারে। সুতরাং নামাযই হইল আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ পন্থা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৩২ | মুসলিম বাংলা