মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৩০
৪০. সালাতুত্ তাসবীহ
১৩৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, কেয়ামতের দিন বান্দার যে আমল সম্পর্কে প্রথমে হিসাব গ্রহণ করা হইবে, তাহা হইবে তাহার নামায। নামায যদি ঠিক হইল সে কৃতকার্য হইল এবং বাঁচিয়া গেল, আর নামায যদি বিনষ্ট হইল সে নিরাশ ও ক্ষতিগ্রস্ত হইল। যদি তাহার ফরয নামাযের মধ্যে কোন রকমের ত্রুটি ঘটিয়া থাকে পরওয়ারদেগার তাবারাকা ওয়া তা'আলা বলিবেন, দেখ (ফিরিশতাগণ,) আমার বান্দার নফল নামায আছে কিনা? (যদি থাকে) উহা দ্বারা তাহার ফরযের ক্ষতির পরিপূরণ করা হইবে। অতঃপর তাহার অপর সমস্ত আমল সম্পর্কেও এইরূপ হইবে।
অপর এক বর্ণনায় আছে, অতঃপর যাকাত সম্পর্কেও এইরূপ করা হইবে। তৎপর সমস্ত আমল একে একে এই নিয়ম অনুসারে গ্রহণ করা হইবে। —
بَابُ صَلَاةِ التَّسْبِيْحِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عمله صلَاته فَإِن صلحت فقد أَفْلح وأنجح وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى: نظرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ؟ فَيُكَمَّلُ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيضَةِ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ . وَفِي رِوَايَةٍ: «ثُمَّ الزَّكَاةُ مِثْلَ ذَلِك ثمَّ تُؤْخَذ الْأَعْمَال حسب ذَلِك» .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৩০ | মুসলিম বাংলা