মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১৫
৩৮. দ্বিতীয় অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্‌তের সালাত
১৩১৫। হযরত বোরায়দা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, মানুষের মধ্যে তিন শত ষাটটি (প্রধান) গ্রন্থি রহিয়াছে। সুতরাং তাহার পক্ষে প্রত্যেক গ্রন্থির পরিবর্তেই একটি খয়রাত আবশ্যক। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর নবী! এ সাধ্য কাহার আছে? হুযূর (ﷺ) উত্তর করিলেন, থুথু ইত্যাদি যাহা মসজিদে দেখিবে উহাকে দাফন করিয়া দিবে (অর্থাৎ, দূর করিবে) এবং কষ্টদায়ক বস্তু যাহা রাস্তায় দেখিবে উহা সরাইয়া দিবে (ইহা তোমার পক্ষে খয়রাত হইবে)। যদি ইহা করিবার সুযোগ না পাও, তবে যোহার সময় দুই রাকআত নামায তোমার পক্ষে যথেষ্ট হইবে। –আবু দাউদ
وَعَن بُرَيْدَة قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «فِي الْإِنْسَانِ ثَلَاثُمِائَةٍ وَسِتُّونَ مَفْصِلًا فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ عَنْ كُلِّ مَفْصِلٍ مِنْهُ بِصَدَقَةٍ» قَالُوا: وَمَنْ يُطِيقُ ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: «النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ تَدْفِنُهَا وَالشَّيْءُ تُنَحِّيهِ عَنِ الطَّرِيقِ فَإِنْ لَمْ تَجِدْ فَرَكْعَتَا الضُّحَى تُجْزِئُكَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল, যোহার নামায মোট দুই রাকআত পড়িলেও চলে। তবে চারি রাকআত পড়া উত্তম। সঙ্গে সঙ্গে ইহাও জানা গেল যে, এইরূপ নফল নামায হইতে ঐরূপ জনকল্যাণকর কার্য শ্রেষ্ঠ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩১৫ | মুসলিম বাংলা