মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩০৭
৩৭. তৃতীয় অনুচ্ছেদ - রমাযান মাসের ক্বিয়াম (তারাবীহ সালাত)
১৩০৭। কিন্তু ইমাম আহমদ ইহাকে হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস হইতে বর্ণনা করিয়াছেন। আর তাহার এক রেওয়ায়তে রহিয়াছে, দুই ব্যক্তি ব্যতীত—বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ও মানুষ হত্যাকারী ব্যক্তি।
وَرَوَاهُ أَحْمَدُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ وَفِي رِوَايَته: «إِلَّا اثْنَيْنِ مُشَاحِن وَقَاتل نفس»
