মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০৩
৩৭. তৃতীয় অনুচ্ছেদ - রমাযান মাসের ক্বিয়াম (তারাবীহ সালাত)
১৩০৩। তাবেয়ী হযরত আ'রাজ (রঃ) বলেন, আমরা লোকদিগকে (সাহাবীদিগকে) এইরূপই দেখিয়াছি, তাঁহারা রমযান মাসে (কুনূতে) কাফেরদিগকে অভিসম্পাত করিতেন এবং আরও দেখিয়াছি, ইমাম আট রাকআতে পূর্ণ সূরা বাকারা পড়িতেন। যখন ইমাম বার রাকআতে উহা পড়িতেন লোক মনে করিত যে, তিনি নামাযকে অনেক সংক্ষেপ করিলেন। —মালেক
وَعَن الْأَعْرَج قَالَ: مَا أَدْرَكْنَا النَّاسَ إِلَّا وَهُمْ يَلْعَنُونَ الْكَفَرَةَ فِي رَمَضَانَ قَالَ: وَكَانَ الْقَارِئُ يَقْرَأُ سُورَةَ الْبَقَرَةِ فِي ثَمَانِ رَكَعَاتٍ وَإِذَا قَامَ بِهَا فِي ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً رَأَى النَّاسُ أَنه قد خفف. رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩০৩ | মুসলিম বাংলা