মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬০
৩৫. প্রথম অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৬০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যাহার শেষ রাত্রিতে না উঠার আশংকা রহিয়াছে, সে যেন প্রথম রাত্রিতেই বিতির পড়ে এবং যাহার শেষ রাতে উঠার ভরসা আছে, সে যেন শেষ রাত্রিতেই বিতির পড়ে। কেননা, শেষ রাত্রির নামাযে ফেরেস্তাগণ হাযির হন। আর ইহাই হইল উত্তম। -মুসলিম
بَابُ الْوِتْرِ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَافَ أَنْ لَا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ وَذَلِكَ أَفْضَلُ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৬০ | মুসলিম বাংলা