মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৩৫
৩৩. তৃতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৫। হযরত ওসমান ইবনে আবুল আস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, নবী দাউদ (আঃ)-এর রাতে একটি নির্দিষ্ট সময় ছিল, সে সময় তিনি আপন পরিবারের লোকদিগকে জাগাইয়া দিতেন এবং বলিতেন, হে দাউদ পরিবারের লোকেরা, উঠ নামায পড়! কেননা, ইহা এমন একটি সময়, যে সময় আল্লাহ্ আযযা ওয়া জাল্লা দোআ কবুল করেন (সকলের) – জাদুকর ও অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারী ব্যতীত। —আহমদ
وَعَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: كَانَ لِدَاوُدَ عَلَيْهِ السَّلَامُ مِنَ اللَّيْلِ سَاعَةٌ يُوقِظُ فِيهَا أَهْلَهُ يَقُولُ: يَا آلَ دَاوُدَ قُومُوا فَصَلُّوا فَإِنَّ هَذِهِ سَاعَةٌ يَسْتَجِيبُ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهَا الدُّعَاءَ إِلَّا لِسَاحِرٍ أَوْ عشار . رَوَاهُ أَحْمد
