মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৩৩
৩৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্বিয়ামুল লায়ল-এর প্রতি উৎসাহ দান
১২৩৩। তিরমিযীও হযরত আলী হইতে ইহার অনুরূপ বর্ণনা করিয়াছেন; কিন্তু তাঁহার বর্ণনায় 'নরম কথা বলে'-এর স্থলে ‘মধুর কথা বলে’ রহিয়াছে।
وَرَوَى التِّرْمِذِيُّ عَنْ عَلِيٍّ نَحْوَهُ وَفِي رِوَايَتِهِ: «لمن أطاب الْكَلَام»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২৩৩ | মুসলিম বাংলা