আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮৯৫
২১৫৩. আয়িশা (রাযিঃ)- এর সঙ্গে নবী কারীম (ﷺ)- এর বিবাহ, তাঁর মদীনা আগমন ও আয়িশা (রাযিঃ)- এর সঙ্গে তাঁর বাসর যাপন
৩৬১৬। মুআল্লা (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী কারীম (ﷺ) তাঁকে বলেন, দু’বার তোমাকে আমায় স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম, তুমি একটি রেশমী বস্ত্রে বেষ্টিত এবং আমাকে বলছে ইনি আপনার স্ত্রী, আমি তাঁর ঘুমটা সরিয়ে দেখলাম, সে মহিলা তুমিই। তখন আমি (মনে মনে) বলছিলাম, যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তবে তিনি তা কার্যকরী করবেন।
