মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৯
- নামাযের অধ্যায়
৩০. দ্বিতীয় অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৬৯। সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে সায়েব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্য ঢলিয়া যাওয়ার পর যোহরের পূর্বে চারি রাকআত নামায পড়িতেন এবং বলিতেন যে, ইহা এমন একটি সময় যাহাতে (নাযিল হওয়ার জন্য) আসমানের দরজাসমূহ খোলা হইয়া থাকে। অতএব, আমি ভালবাসি যে, সে সময় আমার একটা নেক আমল তথায় উঠুক। — তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يُصَلِّي أَرْبَعًا بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ وَقَالَ: «إِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ السَّمَاءِ فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهَا عَمَلٌ صَالِحٌ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

কেহ কেহ মনে করেন যে, ইহা চার রাকআত সুন্নতে মোআক্কাদার অতিরিক্ত নামায।
tahqiqতাহকীক:তাহকীক চলমান