মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৬০
৩০. প্রথম অনুচ্ছেদ - সুন্নত ও এর ফযীলত
১১৬০। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তাহার ঘরে যোহরের পূর্বে দুই রাকয়াত, উহার পরে দুই রাকআত, মাগরিবের পরে দুই রাকআত এবং এশার পরে দুই রাকআত নামায পড়িয়াছি। অতঃপর তিনি বলেন, হযরত হাফসা (রাঃ) আমাকে বলিয়াছেন, সোবহে সাদেক (উষা) প্রকাশিত হইবার পরে রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকআত সংক্ষিপ্ত নামায পড়িতেন। মোত্তাঃ
بَابُ السُّنَنِ وَقَضَائِلِهَا
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ قَالَ: وَحَدَّثَتْنِي حَفْصَةُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস অনুসারে ইমাম শাফেয়ী যোহরের পূর্বে সুন্নত দুই রাকআতই বলেন এবং ইমাম আ'যম পূর্বের হাদীস অনুসারে চারি রাকআত মনে করেন। আসল ব্যাপার এই যে, হুযূর (ﷺ) কখনও দুই রাকআত এবং কখনও চারি রাকআত পড়িয়াছেন।
