মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৫১
২৯. প্রথম অনুচ্ছেদ - দু’বার সালাত আদায় করা
১১৫১। হযরত জাবের (রাঃ) বলেন, মুআয ইবনে জাবাল (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার নামায পড়িতেন। অতঃপর নিজের লোকদের নিকট যাইয়া তাহাদের এশার সেই নামায পড়াইতেন, অথচ তাঁহার নামায ছিল নফল। বায়হাকী ও বোখারী
بَابُ مَنْ صَلّى صَلَاةً مَرَّتَيْنِ
وَعَنْهُ قَالَ: كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّي بِهِمُ الْعِشَاءَ وَهِيَ لَهُ نَافِلَة. أخرجه الشَّافِعِي فِي مُسْنده والطَّحَاوِي وَالدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি প্রথম পরিচ্ছেদে স্থাপিত হইলেও ইহা বোখারী বা মুসলিমে নাই। শায়খ দেহলবী ইহাকে বায়হাকী ও দারা কুতনীর বর্ণনা বলিয়া উল্লেখ করিয়াছেন।
"অথচ তাঁহার নামায ছিল নফল" —এই বাক্যটি হযরত মুআযের বাক্য বলিয়া 'মাহফুষ' (রক্ষিত) নহে। কাহারও কাহারও মতে ইহা ইমাম শাফেয়ীরই বাক্য। তিনি ইহার একজন রাবী। পরবর্তী রাবী তাঁহার বাক্যকে হযরত মুআযের বাক্য বলিয়া ভুল করিয়াছেন।
"অথচ তাঁহার নামায ছিল নফল" —এই বাক্যটি হযরত মুআযের বাক্য বলিয়া 'মাহফুষ' (রক্ষিত) নহে। কাহারও কাহারও মতে ইহা ইমাম শাফেয়ীরই বাক্য। তিনি ইহার একজন রাবী। পরবর্তী রাবী তাঁহার বাক্যকে হযরত মুআযের বাক্য বলিয়া ভুল করিয়াছেন।
