মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০৯
২৫. প্রথম অনুচ্ছেদ - ইমাম ও মুক্তাদীর দাঁড়াবার স্থান
১১০৯। হযরত আনাস (রাঃ) বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আমার মাঝে অথবা আমার খালাকে (রাবীর সন্দেহ, আনাস কি বলিয়াছেন) লইয়া নামায পড়িলেন। অতঃপর আনাস বলেন, তখন তিনি আমাকে তাহার ডান দিকে এবং স্ত্রীলোকটিকে আমার পিছনে দাড় করাইলেন। মুসলিম
بَابُ الْمَوْقِفِ
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِ وَبِأُمِّهِ أَوْ خَالَتِهِ قَالَ: فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ وَأَقَامَ الْمَرْأَةَ خَلْفَنَا. رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১০৯ | মুসলিম বাংলা