মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১১০২
২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা ছফ সোজা করিবে, বাহুমূলসমূহকে সমপর্যায়ে রাখিবে, ফাঁক সমূহ পূর্ণ করিবে এবং তোমাদের ভাইদের হাতে নরম থাকিবে, মধ্যখানে শয়তানের (জন্য) ফাঁক রাখিবে না। যে ব্যক্তি ছফকে মিলায় আল্লাহ্ তাহাকে (আপন রহমতের সহিত মিলান। আর যে ব্যক্তি ছফকে পৃথক করে আল্লাহও তাহাকে (আপন রহমত হইতে) পৃথক করেন। —আবু দাউদ
নাসায়ী শুধু 'যে ব্যক্তি ছফকে মিলায়' হইতে শেষ পর্যন্ত বর্ণনা করিয়াছেন।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَين المنكاكب وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ وَلَا تَذَرُوا فرجات للشَّيْطَان وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهُ قطعه الله» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ مِنْهُ قَوْلَهُ: «وَمَنْ وَصَلَ صَفًّا» . إِلَى آخِرِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১১০২ | মুসলিম বাংলা