মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০০
২৪. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১১০০। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিতেন, সোজা হও! সোজা হও! সোজা হও! খোদার কসম, আমি তোমাদিগকে দেখিয়া থাকি আমার পিছন দিক হইতে, যেভাবে তোমাদিগকে দেখিয়া থাকি আমার সম্মুখে। –আবু দাউদ
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «اسْتَووا اسْتَوُوا اسْتَوُوا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرَاكُمْ من خَلْفي كَمَا أَرَاكُم من بَين يَدي» . رَوَاهُ أَبُو دَاوُد
