মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯১
২৪. প্রথম অনুচ্ছেদ - সালাতের কাতার সোজা করা
১০৯১। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন এবং দেখিলেন, আমরা বৃত্তাকারে দলে দলে বিভক্ত। তখন তিনি বলিলেন: তোমাদিগকে আমি বিচ্ছিন্নভাবে কেন দেখিতেছি ? অতঃপর আর একদিন তিনি আমাদের নিকট আসিলেন এবং (আমাদিগকে বিচ্ছিন্ন দেখিয়া ) বলিলেন, কেন তোমরা ফিরিশতাদের ন্যায় সারি বাঁধিয়া দাঁড়াইতেছ না যেমন তাঁহারা তাঁহাদের প্রভুর নিকট সারি বাঁধিয়া দাড়ায়? আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! ফেরেশ্তাগণ তাঁহাদের প্রভুর নিকট কিরূপে সারি বাঁধিয়া দাঁড়ায়? তিনি বলিলেন, প্রথমে প্রথম সারিসমূহ পূর্ণ করে এবং সারিতে পরস্পরে মিলিয়া দাঁড়ায়। —মুসলিম
بَابُ تَسْوِيَةِ الصَّفِّ
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَآنَا حلقا فَقَالَ: «مَالِي أَرَاكُمْ عِزِينَ؟» ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ: «أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا؟» فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا؟ قَالَ: «يُتِمُّونَ الصُّفُوفَ الْأُولَى وَيَتَرَاصُّونَ فِي الصَّفّ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৯১ | মুসলিম বাংলা