মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৪
২৩. তৃতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৮৪। তাবেয়ী মুজাহিদ হইতে বর্ণিত আছে, একদা হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলিলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ কোন ব্যক্তি যেন তাহার পরিবারকে মসজিদে আসিতে বাধা না দেয়। ইহা শুনিয়া হযরত আব্দুল্লাহর এক পুত্র (বেলাল) বলিয়া উঠিল, নিশ্চয় আমরা তাহাদিগকে বাধা দিব। তখন হযরত আব্দুল্লাহ্ বলিলেন, (পাজি!) আমি তোকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বাণী শুনাইতেছি আর তুই বলিস্ ইহা! বর্ণনাকারী বলেন, অতঃপর হযরত আব্দুল্লাহ্ মৃত্যু পর্যন্ত তাহার সহিত কথা বলেন নাই। – আহ্‌মদ
وَعَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَمْنَعَنَّ رَجُلٌ أَهْلَهُ أَنْ يَأْتُوا الْمَسَاجِدَ» . فَقَالَ ابْنٌ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: فَإِنَّا نَمْنَعُهُنَّ. فَقَالَ عَبْدُ اللَّهِ: أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقُولُ هَذَا؟ قَالَ: فَمَا كَلَّمَهُ عَبْدُ اللَّهِ حَتَّى مَاتَ. رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহর সময়কার পরিস্থিতি বদলাইয়া গিয়াছিল এবং স্ত্রীলোকদের মধ্যে লজ্জাহীনতা ও বিলাসিতার ভাব দেখা দিয়াছিল। এ কারণেই বেলাল এইরূপ বলিয়াছিলেন। তথাপি ইহা বাহ্যত হুযূরের কথার প্রতিদ্বন্দ্বী হইতেছে দেখিয়া হযরত আবদুল্লাহ্ তাহা সহ্য করিতে পারিলেন না ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান