মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৬৮
২৩. দ্বিতীয় অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৬৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আযান শুনিয়াছে, আর উহার অনুসরণ করিতে তাহাকে কোন ওযর বাধা দেয় নাই তথাপি সে জামাআতে হাযির হয় নাই, তাহার সেই নামায কবুল করা হইবে না যাহা সে একা পড়িয়াছে। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হুযুর ওযর কি? তিনি বলিলেন, (শত্রু প্রভৃতির) ভয় অথবা রোগ। — আবু দাউদ ও দারা কুতনী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من سمع الْمُنَادِي فَلَمْ يَمْنَعْهُ مِنِ اتِّبَاعِهِ عُذْرٌ» قَالُوا وَمَا الْعُذْرُ؟ قَالَ: «خَوْفٌ أَوْ مَرَضٌ لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارَقُطْنِيّ
হাদীসের ব্যাখ্যা:
এ দুই হাদীস জামাআত ফরয বলিয়াই বুঝায়। ইমাম আহমদ প্রভৃতির ইহাই মত।
