মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫৭
২৩. প্রথম অনুচ্ছেদ - জামাআত ও তার ফযীলত সম্পর্কে
১০৫৭। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, খাদ্যদ্রব্যের উপস্থিতিতে নামায গ্রহণযোগ্য নয়। তদ্রূপ যখন প্রস্রাব পায়খানার বেগ হবে তখন নামাযে শরীক না হয়ে আগে প্রস্রাব পায়খানা সেরে নিবে। -মুসলিম
بَابُ الْجَمَاعَةِ وَفَضْلِهَا
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «لَا صَلَاة بِحَضْرَة طَعَام وَلَا هُوَ يدافعه الأخبثان»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৫৭ | মুসলিম বাংলা