মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪৭
২২. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ
১০৪৭। আবুল খলীল (রহ) সাহাবী হযরত আবু কাতাদাহ (রাযিঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) মধ্যাহ্নের নামায পড়াকে অপছন্দ করতেন যে পর্যন্ত না সূর্য একটু ঢলে যায়। তবে এটা জুম'আর দিনে নয়। তিনি আরও বলেছেন, মধ্যাহ্নকালে দোযখকে উত্তপ্ত করা হয় জুম'আর দিন ছাড়া। (আবু দাউদ এই হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, আবুল খলীল হযরত আবু কাতাদাহর সাক্ষাৎ লাভ করেন নি। হাদীসটি মুনকাতি' বা দুর্বল।)
وَعَنْ أَبِي الْخَلِيلِ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرِهَ الصَّلَاة نصف النَّهَار حَتَّى نِصْفَ النَّهَارِ حَتَّى تَزُولَ الشَّمْسُ إِلَّا يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ: «إِنَّ جَهَنَّمَ تُسَجَّرُ إِلَّا يَوْمَ الْجُمُعَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ أَبُو الْخَلِيلِ لم يلق أَبَا قَتَادَة
