মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৩
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৩। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছর একটি সিজদাহ আয়াত তিলাওয়াত করলেন। তখন সকল লোকই সিজদাহ আদায় করল। তাদের মধ্যে কেউ কেউ বাহনের উপরই সিজদাহ করল আর কেউ যমিনে সিজদাহ করল। এমনকি কোন কোন বাহনারোহী ব্যক্তি নিজ হাতের উপরই সিজদাহ করল। -আবু দাউদ
وَعَن ابْنِ عُمَرَ أَنَّهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ عَامَ الْفَتْحِ سَجْدَةً فَسَجَدَ النَّاسُ كُلُّهُمْ مِنْهُمُ الرَّاكِبُ وَالسَّاجِدُ عَلَى الْأَرْضِ حَتَّى إِنَّ الرَّاكِبَ لَيَسْجُدُ عَلَى يَده. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান