মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০৯
১৯. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েয ও যে সব কাজ করা জায়েয
১০০৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা নবী পাক (ﷺ) নামাযের জন্য বের হলেন। অতঃপর তাকবীরে তাহরীমা বলার সাথে সাথে নামায ছেড়ে দিলেন এবং সকলকে ইশারায় বললেন, তোমরা যেভাবে আছ, সেইভাবে থাক। অতঃপর তিনি বের হয়ে গিয়ে গোসল করলেন। তারপর মাথা হতে পানি ঝরছে এমতাবস্থায় এসে তাদের নামায পড়িয়ে দিলেন। নামায শেষে তিনি বললেন, আমি জুনুব ছিলাম কিন্তু গোসল করতে ভুলে গিয়েছিলাম। –আহমদ,
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَلَمَّا كَبَّرَ انْصَرَفَ وَأَوْمَأَ إِلَيْهِمْ أَنْ كَمَا كُنْتُمْ. ثُمَّ خَرَجَ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ وَرَأَسُهُ يَقْطُرُ فَصَلَّى بِهِمْ. فَلَمَّا صَلَّى قَالَ: «إِنِّي كُنْتُ جُنُبًا فنسيت أَن أَغْتَسِل» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান