মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৭১
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের পর যিকর-আযকার
৯৭১। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসুলুল্লরাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামায পড়ে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর স্মরণ করে। তারপর দুই রাকাত নফল নামায আদায় করেছে তার জন্য হজ্জ এবং ওমরাহর সওয়াব তুল্য সওয়াব থাকবে।
হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পর বলেছেন, পূর্ণ হজ্জ এবং পূর্ণ ওমরাহর। -তিরমিযী
হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পর বলেছেন, পূর্ণ হজ্জ এবং পূর্ণ ওমরাহর। -তিরমিযী
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى الْفَجْرَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ» . قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
