মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫৫
- নামাযের অধ্যায়
১৭. তৃতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫৫। হযরত শাদ্দাদ ইবনে আওস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নামাযের মধ্যে এরূপ দোয়া করতেন, হে আল্লাহ্! আমি তোমার নিকট কাজে স্থায়িত্ব এবং সৎপথে দৃঢ় থাকার জন্য প্রার্থনা করছি। আমি তোমার নিকট তোমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তোমার ইবাদত উত্তমরূপে সম্পন্ন করার শক্তি প্রার্থনা করছি। আমি তোমার নিকট অন্তরের সারল্য এবং রসনার সত্য কথা প্রার্থনা করছি। আমি তোমার নিকট যা তুমি ভাল জান, তাই প্রার্থনা করছি এবং তুমি যা মন্দ বলে জান, তা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। (অবশেষে) আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, আমার সেই সব অপরাধ হতে যা তুমি জান (অথচ আমি জানি না) -নাসায়ী, আহমদও এর অনুরূপ।
كتاب الصلاة
وَعَن شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي صَلَاتِهِ: اللَّهُمَّ إِنِّي أَسأَلك الثَّبَات فِي الْأَمر والعزيمة عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا وَلِسَانًا صَادِقًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ. رَوَاهُ النَّسَائِيُّ وروى أَحْمد نَحوه
