মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫৩
- নামাযের অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫৩। আতায়ে খোরাসানী হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণনা করেছেন যে, মুগীরাহ (রাযিঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, ইমাম তার ফরজ নামায আদায়ের স্থলে যেন অন্য নামায না পড়ে। -আবু দাউদ
কিন্তু আবু দাউদ বলেছেন, মুগীরাহ (রাযিঃ)-এর সাথে আতায়ে খোরাসানীর সাক্ষাত হয় নি।
কিন্তু আবু দাউদ বলেছেন, মুগীরাহ (রাযিঃ)-এর সাথে আতায়ে খোরাসানীর সাক্ষাত হয় নি।
كتاب الصلاة
وَعَن عَطَاءٍ الْخُرَاسَانِيِّ عَنِ الْمُغِيرَةِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُصَلِّي الْإِمَامُ فِي الْمَوْضِعِ الَّذِي صَلَّى فِيهِ حَتَّى يتَحَوَّل» . رَوَاهُ أَبُو دَاوُد وَقَالَ عَطاء الخرساني لم يدْرك الْمُغيرَة
